ছাত্রজীবন
সুভাষ চন্দ্র মন্ডল
ছাত্রজীবন জীবনের শ্রেষ্ঠ জীবন –
এ জীবনে করতে হবে বীজ বপন ।
জ্ঞানার্জন, শিক্ষা-দীক্ষা, বিদ্যা ,কারবার
মায়ের শিক্ষা প্রথমিক শিক্ষা সবার ।
মানব জীবনের উৎকর্ষতা যেখানে
তাই জীবনের বিকাশ ঘটে সেখানে ।
আমাদের থাকতে হবে সদা সতর্ক
চলার পথে করো না কারো সাথে তর্ক ।
হে! আর কি হবে শিক্ষালয়ে তর্ক যুক্তি ?
বাস্তব শিক্ষা ছাত্র-ছাত্রীর হবে মুক্তি ।
যদি শিক্ষক -শিক্ষয়িত্রীরা থাকে ভালো
তাই ছাত্রছাত্রীরা পাবে জ্ঞানের আলো ।
পৃথিবীতে শিক্ষা প্রতিষ্ঠান যত আছে
সবাইকে শিক্ষা দিয়ে করবে যে কাছে ।
আপনার মন্তব্য লিখুন