ফেনীর ছাগলনাইয়ায় ডিজিটাল দিবস''-২০২০ উদযাপন উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রশাসন এর উদ্যোগে শনিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের চৌধুরী এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা শীর্ষক সেমিনারে ডিজিটাল বাংলাদেশের রূপকল্প-২০২১ বাস্তবায়নের বিভিন্ন কর্মসূচি আলোচনা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়রা ইসলাম।
আরও উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা প্রশাসন,উপজেলা শিক্ষা অফিসার, বিভিন্ন প্রথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মচারীবৃন্দ।
সোহেল চৌধুরী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে কর্মসূচি ঘোষণা করে ছিলেন জননেত্রীর হাত ধরে দেশ সেই পথেই এগিয়ে যাচ্ছে। যার উজ্জ্বল দৃষ্টান্ত স্বপ্নের পদ্মাসেতু।আমাদের টাকায় আমাদের সেতু।যেটা সত্যিই এক স্বপ্ন ছিল। পদ্মাসেতুর স্বপ্ন ছিল অনেকের কাছে অসম্ভব কিন্তু আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র কে রুখে দিয়ে স্বপ্নের সেতুর বাস্তব রুপ দেখিয়ে দিয়েছেন। যা ছিল রূপকল্প ২০২১ এর মূল উপজীব্য।রূপকল্প-২১ এর লক্ষ্য ছিল ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ করা। সেই পরিকল্পনার অংশ হিসাবে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের একযুগ পূর্তির দিন আজ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও আধুনিক চিন্তা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে আজ উদ্ভূত ডিজিটাল বাংলাদেশের।