ছলনাকারী
এম এ আহাদ
মিষ্টি কথায় অনেক জনে
করে মন্দ ছল,
এদের কাণ্ডে ভবে কতো
হারায় মনোবল।
প্রথম তারা লোভ দেখিয়ে
কাড়ে লোকের মন,
সর্বশেষে যায় পালিয়ে
কেড়ে সকল ধন।
মুখোশ পরে সাধু সেজে
কাটায় এরা কাল,
সুযোগ বুঝে ভালো লোকের
করে করুণ হাল।
তাইতো এদের বিশ্বাস করা
মোটেই উচিৎ নয়,
এদের থেকে সাবধান থাকা
সদাই আনে জয়।
এদের সনে মেলামেশায়
রাখতে হবে ভয়,
নয়তো এরা জীবনটাকেই
করতে পারে ক্ষয়।
আপনার মন্তব্য লিখুন