ঢাকাশনিবার , ৪ নভেম্বর ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

চিলাহাটি আইকনিক স্টেশন ভবন উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী-নূরুল ইসলাম সুজন

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
নভেম্বর ৪, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চানন রায়, বিশেষ প্রতিনিধি:”ভারতের সাথে রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে চিলাহাটি এবং চিলাহাটি বর্ডারের মধ্যে ব্রড গেজ রেলপথ নির্মাণ ( ১ম সংশোধিত ) ” শীর্ষক প্রকল্পের আওতায় নবনির্মিত চিলাহাটি আইকনিক স্টেশন ভবন, প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম শেড, ফুট ওভার ব্রীজ ও ফাংশনাল ভবন এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব মো: নূরুল ইসলাম সুজন, মাননীয় মন্ত্রী, রেলপথ মন্ত্রণালয়।
8 নভেম্বর(রবিবার) দুপুরে চিলাহাটি রেলওয়ে ভিআইপি রেস্ট হাউজ চত্বরে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে আইকনিক ভবনের ফলক উম্মোচন করেন রেলপথ মন্ত্রী ।
রেলপথ মন্ত্রী বলেন, অতীতে সরকার রেলপথকে ধংস করে দিয়েছে । আওয়ামাীলীগ সরকার আসার পর রেলপথকে উন্নতি করেছে । আর তার সুফল আমরা সকলে ভোগ করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য দেন জনাব আফতাব উদ্দিন সরকার , সংসদ সদস্য (ডোমার ডিমলা) নীলফামারী – ১ , জনাব তোফায়েল আহমেদ , উপজেলা পরিষদ চেয়ারম্যান, ডোমার, অসীম কুমার তালুকদার , মহাব্যবস্থাপক(পশ্চিম)বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী,
জনাব পঙ্কজ ঘোষ , জেলা প্রশাসক, নীলফামারী ,
জনাব গোলাম সবুর, পিপিএম- সেবা, পুলিশ সুপার, নীলফামারী,
জনাব আসাদুল হক, প্রধান প্রকৌশলী(পশ্চিম) বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী ,
আব্দুর রহিম, প্রকল্প পরিচালক, বাংলাদেশ রেলওয়ে, পাকশী,
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মো: কামরুল আহসান, মহাপরিচালক , বাংলাদেশ রেলওয়ে ।
চিলাহাটি আইকনিক ভবন ১8০০ বর্গমিটার ভবনে থাকবে রেলওয়ে অপারেশন,কাস্টমস,ইমিগ্রেশন ও ব্যাংক সুবিধা । এতে ব্যয় ১8০৬৮. ৬8 লক্ষ টাকা( সংশোধিত) (জিওবি) ।

আপনার মন্তব্য লিখুন