চাতকের অপেক্ষা
(শামীম আহমদ)
গোধূলিলগ্নে মুক্ত বলাকারা উড়ে-
নিজ ঘরে ফিরে যায়,
অথৈ সাগরে ডুবে মরে কেউ -
বাঁচার সুখ টুকু পায়।
অতিথি পাখির দল বেঁধে বেঁধে
ওই দিগন্তে উড়ে চলা,
কিচিরমিচির প্রেমের ভাষা শুধু
নয়নে নয়নে কথা বলা।
নিঃসঙ্গ পানকৌড়ি ডানা ঝাপটে
ওই হিমশীতল জলে,
হংসবলাকারা জলকেলিতে মগ্ন
ঘরে ফেরা গেছে ভুলে।
চাতক চেয়ে আছে আকাশ পানে
বর্ষিবে বুঝি আজ বারি,
মেঘমালা ভেসে এসে হেসে হেসে
উড়ে গেল নিজ বাড়ি।
সুখ পাখিটা নিজ সুখের আসায়
দিয়েছে সুখ সাগরে পাড়ি,
পায়না খুঁজে সুখের নাগাল তার
দুঃখে আকাশ-বাতাস ভারী।