শেরপুরের পরকীয়া প্রেমের সম্পর্ক প্রকাশ হওয়ায় ১১ ঘন্টার ব্যবধানে আত্মহত্যা করেছে প্রেমিক-প্রেমিকা। শনিবার জেলার নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের গোয়ালিয়া কান্দায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ইয়াদ আলীর পুত্র হেলাল (৩০) এবং হাসি (২৫), সে একই এলাকার সোবাহানের স্ত্রীর। হেলাল ও হাসির স্বামী সোবাহান সম্পর্কের চাচা-ভাতিজা।
হেলার এবং হাসির মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ ঘটনা জানাজানি হবার পর গতকাল শুক্রবার দিবাগত রাতে হাসি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে পুলিশ হাসির মরদেহ বাড়ির কাছের একটি বাগান থেকে উদ্ধার করে।