চট্টগ্রাম প্রতিনিধি | চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক চার কোটি টাকা মূল্যের আট হাজার ঘনফুট চোরাই কাঠসহ চার ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১১ জুলাই) সন্ধ্যায় থানার বলিরহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. ফোরকান (২১), আবদুস সাত্তার (৩৪), রাকিব (১৯) ও সামশেদ আলম (৩২)।
র্যাব জানায়, একটি সংঘবদ্ধ চক্র বাকলিয়া থানার বলিরহাট আজিম রোড নুরু কনট্রাক্টরের বালুর মাঠে বিপুল পরিমাণ সরকারি সেগুন কাঠ চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেছেন- এমন সংবাদে রোববার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। উপস্থিতি টের পেয়ে কাঠ ব্যবসায়ী টিটু ও নিজাম ঘটনাস্থলের পাশে বায়তুল জামান জামে মসজিদের মাইকে র্যাব সদস্যদের ডাকাত বলে ঘোষণা দেয়।
এরপর ৫০ থেকে ৬০ জন লোক জড়ো হয়ে র্যাবের ওপর হামলা চালায়। হামলায় চার র্যাব সদস্য আহত হয়। কিছুক্ষণ পর চট্টগ্রাম র্যাবের অতিরিক্ত ফোর্স গিয়ে ঘটনাস্থল থেকে আট হাজার ঘনফুট চোরাই কাঠ জব্দ করে। একই সঙ্গে র্যাবের কাজে বাধা প্রদান ও চোরাই কাঠের ব্যবসা করায় চারজনকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান করায় র্যাবের পক্ষ থেকে নগরের বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বন বিভাগের পক্ষ থেকেও চোরাই কাঠের জন্য আরেকটি মামলা দায়ের করা হচ্ছে বলে জানান তিনি।