ঢাকাবৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

গ্রীষ্মের প্রখর দাবদাহে গরমের কারণে পশ্চিমবঙ্গের স্কুল বন্ধ ঘোষণা

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
এপ্রিল ৩, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:: গ্রীষ্মের প্রখর দাবদাহে নাজেহাল পশ্চিমবঙ্গের মানুষ। এর মধ্যেই রাজ্যে আগেভাগে গরমের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, চলতি মাসের ৩০ তারিখ থেকেই স্কুলগুলোতে গরমের ছুটি শুরু হবে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, গরমের ছুটি সাধারণত ১২ মে থেকে শুরু হয়ে ২৩ মে পর্যন্ত থাকার কথা ছিল। কিন্তু এ বছর অসহনীয় গরমের কারণে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই ছুটি ঘোষণা করা হবে। এর আগেও, ২০২৩ সালে তিনি ২১ এপ্রিল থেকে ২ জুন পর্যন্ত দীর্ঘ গরমের ছুটি ঘোষণা করেছিলেন, যা প্রায় দুই মাস স্থায়ী ছিল। এবারও একই পরিস্থিতির কারণে সময়ের আগেই ছুটি ঘোষণা করা হলো।

মৌসম ভবনের তথ্য অনুযায়ী, এপ্রিলে শুরু হওয়া তাপপ্রবাহ আগামী জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যে এই সময় তীব্র গরমের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, রাজ্যের শিক্ষাব্যবস্থার নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী, এপ্রিল, মে এবং সেপ্টেম্বর মাসে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এপ্রিলের পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যা শেষ হওয়ার পর উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ক্লাস শুরু হবে।

তীব্র গরমের কারণে ইতোমধ্যেই বিভিন্ন জেলা থেকে গরমের ছুটির জন্য আবেদন জমা পড়েছিল শিক্ষা দপ্তরে ও নবান্নে। চৈত্রের শেষ দিক থেকেই রাজ্যের তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এসব বিবেচনায় নিয়ে মুখ্যমন্ত্রী আগেভাগেই গরমের ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজ্যের প্রশাসন আশা করছে, নির্ধারিত সময়ের আগে এই ছুটি দেওয়ার ফলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি কমবে এবং গ্রীষ্মের দাবদাহ কিছুটা হলেও সহনীয় হবে।