লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের সাথে গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ/অগ্রগতি পর্যালোচনা সভা অদ্য ১৩ ই নভেম্বর ২০২৪ ইং তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, লালমনিরহাটে অনুষ্ঠিত হয়।
উপপরিচালক স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) জনাব মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এইচ এম রকিব হায়দার, জেলা প্রশাসক, লালমনিরহাট। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোছা: আফরোজা খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, লালমনিরহাট। সভাপতি মহোদয়ের স্বাগত বক্তব্যের মাধ্যমে সভাটি শুরু হয় এবং মোছা: দৌলতুন নেছা, জেলা ম্যানেজার, এভিসিবি৩ প্রোজেক্ট, লালমনিরহাট এর গ্রাম আদালত বিষয়ক উপস্থাপনা ও জেলা প্রশাসক মহোদয়ের দিক নির্দেশনা মুলক বক্তব্য ও প্রশিক্ষণারথীদের গ্রুপ ওয়ার্কের ও অগ্রগতি পর্যালোচনার মাধ্যমে কার্যক্রম দিন ব্যাপি পরিচালিত হয়।
প্রশিক্ষণ শেষে ৪৫ টি ইউনিয়নের প্রশিক্ষনার্থীদের মাঝে গ্রাম আদালতের রেজিস্টার, ফরম, গ্রাম আদালতের বার্তা সম্বলিত ফেস্টুন, গ্রাম আদালতে বিচারকের সিল প্রভৃতি উপকরন প্রদান করা হয়।
জেলা প্রশাসক জনাব এইচ এম রকিব হায়দার বলেন, ” আমরা লালমনিরহাট জেলায় মামলা দায়ের ও সর্বোচ্চ নিষ্পত্তি হার দেখতে চাই। এ বিষয়ে সকল ধরনের সহযোগিতা জেলা প্রশাসনের মাধ্যমে করা হবে”।
উল্লেখ্য প্রকল্পটি বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে ইএসডিও লালমনিরহাট সহ মোট ২১ টি জেলার ১৭২ টি উপজেলার মোট ১৫৭১ টি ইউনিয়নে কার্যক্রম চালু আছে।