কুড়িগ্রাম প্রতিনিধি।। গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সচেতনা তৈরীতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অদ্য ২০/১০/২০২৪ ইং তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়।
উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, কুড়িগ্রাম জনাব উত্তম কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুসরাত সুলতানা, জেলা প্রশাসক, কুড়িগ্রাম।
এছাড়াও সভায় জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মোছাঃ দৌলতুন নেছা, জেলা ম্যানেজার, এভিসিবি৩ প্রকল্প এর উপস্থাপন সভায় সকলকে গ্রাম আদালতের প্রচার প্রচারণা কাযর্ক্রমে অংশগ্রহণে জন্য বিশেষ ভাবে আহ্বান করা হয়। এসময় জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা বলেন " ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যক্রম এলাকায় শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে, সুতরাং এই কার্যক্রমকে বেগবান করতে জেলা পর্যায়ে সকল প্রতিষ্ঠানকে সহযোগিতা করার আহ্বান করছি।"
উল্লেখ্য প্রকল্পটি বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে ইএসডিও কুড়িগ্রাম সহ মোট ২১ টি জেলার ১৭২ টি উপজেলার মোট ১৫৭১ টি ইউনিয়নে কার্যক্রম চালু আছে।