গাইবান্ধা প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নাসির আহম্মেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গোবিন্দগঞ্জ সরকারি কলেজে
ক্যাম্পাস প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীদের অভিযোগ করেন, অধ্যক্ষ নাসির আহম্মেদ বিগত ৫ আগস্টের পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা প্রদান করেন এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে সহযোগিতা করে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন দমন করেন। এছাড়া তিনি ফরম পূরণের সময় অতিরিক্ত ফি আদায়, কলেজের পুকুর ইজারা দিয়ে আয়ের অর্থ আত্মসাৎ, অনুপস্থিত শিক্ষকদের বেতন-ভাতা উত্তোলনে দুর্নীতি এবং বিভিন্ন ভাউচার দেখিয়ে কলেজের তহবিল লোপাট করেন বলে অভিযোগ করা হয়।
শিক্ষার্থীরা বলেন, “অধ্যক্ষ নাসির আহম্মেদের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির কারণে কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। তাই তার অপসারণ জরুরি।”
মানববন্ধনে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহমুদ পাঠান বিপুল। সঞ্চালনা করেন ছাত্রনেতা নুর আলম প্রধান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আল-আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তাহসিন আহম্মেদসহ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রুহিন সরকার, আকাশ সেখ, আবু তারেক, রোমান সোহেল, নিবরাজ, অরিত তালুকদার, মুহিন ও লিখন প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অধ্যক্ষের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর তদন্ত করে তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।