ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে পুলিশ পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগে মামলা

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ১০, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সাহাজুদ্দিন সরকার গাজীপুর প্রতিনিধি::গাজীপুর মহানগরীর কাশিমপুরে পুলিশ পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগে মামলা
গাজীপুরের কাশিমপুর এলাকায় এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে।

আহত পুলিশ সদস্য মুরাদ হোসেনকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১ টার দিকে কাশিমপুরের জিরানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুরাদ হোসেন আশুলিয়ার কলতাসূতি রত্নাসিট এলাকার আলকাস হোসেনের ছেলে।

তিনি মিরপুর ১৪, এপিবিএন সংযুক্ত ক্যাম্পে কর্মরত আছেন।

১০ দিনের অতিরিক্ত ছুটিতে মুরাদ বাড়িতে আসেন। আহতের বাবা আলকাছ জানান, কয়েকদিন আগে তার ছেলে অতিরিক্ত ছুটিতে বাড়িতে আসে। রোববার বেলা ১১ টার দিকে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে চড়ে জিরানী বাজারে একটি প্রাইভেট হাসপাতালে তার স্ত্রীর জন্য ডাক্তারি সার্টিফিকেট আনতে যায়।

এ সময় পূর্ব শত্রুতার জেরে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া আশুলিয়ার কলতাসূতি এলাকার ওসমান গনি সাগর, আমান উল্লাহ, আওলাদ হোসেন, শওকত হোসেন, সাদ্দাম হোসেন, সুমন, ইব্রাহিম, হালিম বেপারী, পলাশ এবং রাকিবসহ অজ্ঞাতনামা ৫-৬ জন তাকে লোহার রড, হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়।

প্রথমে তাকে স্থানীয় ওই হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কাশিমপুর থানায় একটি মামলা করা হয়েছে।