মোঃ সাহাজুদ্দিন সরকার,গাজীপুর প্রতিনিধি।। গাজীপুরের কালিয়াকৈরে সমর্থিত দলের নেতাদের প্রতি রাগে ক্ষোভে নিজের ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দিলেন মোঃ মুঈন দেওয়ান নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। মুঈন কালিয়াকৈর উপজেলার দক্ষিণ কাঞ্চনপুর এলাকার মোঃ ইব্রাহিম দেওয়ানের ছেলে এবং কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিএনপি ও শরিক দলের অবরোধ কর্মসূচির প্রথম দিনে সন্ধ্যা বেলায় উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থান করছিল। হঠাৎ করে মুঈন দেওয়ানের উপরে আন্দোলনকারীরা হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা মুঈনের ব্যক্তিগত গাড়ি ভাঙচুরসহ তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। হামলার শিকার হওয়ার পর থেকে গাড়িতে আগুন দেওয়ার আগ পর্যন্ত তাঁর উপর হামলার বিষয়ে ঊর্ধ্বতন নেতাদের অবগত করার বহু চেষ্টা করেও ব্যর্থ হন। পরে নিজ সংগঠনের প্রতি রাগে ক্ষোভে আহত মুঈন দেওয়ান শুক্রবার দুপুরে উপজেলার সুত্রাপুর ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনপুর গ্রামে বগাবাড়ী বিলের উন্মুক্ত স্থানে হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িটিতে নিজ হাতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই গাড়িটি আগুনে পুড়ে যায়।
মুঈন দেওয়ান জানান, অবরোধের প্রথম দিন আন্দোলনকারীরা অতর্কিতভাবে আমার উপর হামলা চালায়। এ সময় আমার সাথে থাকা ব্যক্তিগত গাড়িটি ভাংচুর করে আমাকে লাঞ্ছিত করে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের একজন কর্মী অথচ আমি যাদের নেতৃত্বে রাজনীতি করি তারা আমার কোন খোঁজ খবর নেয়নি এটা আমার ক্ষোভের কারণ। তারা আমার খোঁজ খবর না নেওয়ার কারণেই নিজের গাড়ি নিজেই আগুনের পুড়িয়ে দিলাম।