মোঃ সাহাজুদ্দিন সরকার গাজীপুর প্রতিনিধি::গাজীপুরের কাশিমপুরে কমিউনিটি পুলিশিং কমিটি উপলক্ষে আয়োজিত, মাদক,চুরি,ছিনতাই,ডাকাতি,বাল্য বিবাহ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(০৮ ডিসেম্বর)বিকেলে মহানগরীর কাশিমপুরের ১নং ওয়ার্ডের মাধবপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কাশিমপুর থানার উদ্যোগে এই কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
এসময় কাশিমপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার সুবীর কুমার সাহা,প্রধান-আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম ও ওসি তদন্ত মো. ইফতেখার হোসেন, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, মোঃ আলমগীর হোসেন মন্ডল,
বিএনপিনেতা,মোঃ হাবিববুর রহমান হবি, মোঃ সুরুজুজ্জান সোনা মিয়া,মোশাররফ হোসেন,
মোঃ মনসুর মান্নাছ রাধি,
গাজীপুর মহানগর যুবদল আহ্বায়ক সদস্য ওমর ফারুক চৌধুরী আশিক,১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ শাকিব হাসান নীল, মানিক মিয়া,রফিক সহ প্রমুখ।এসময় প্রধান অতিথি তার ব্যক্তবে তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় এলাকার টহলসহ নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা কে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয় ।