মোঃ সাহাজুদ্দিন সরকার,গাজীপুর প্রতিনিধি।। গাজীপুরের কালিয়াকৈরে উচ্ছেদ আতংকে বনে বসবাসরত ভুমিহীনরা বিক্ষোভ সমাবেশ মানববন্ধ করেছে। রবিবার সকালে বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলন গাজীপুর জেলা শাখার উদ্যোগে রাখালিয়াচালা খেলার মাঠে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলন গাজীপুর জেলা শাখার সভাপতি নাছির উদ্দিন মাষ্টার। বক্তব্য রাখেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, আয়েশা ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ,আব্দুল কাদের,সোহাগ হোসেন, হাসান, জাতীয়তাবাদী প্রজন্মদলের গাজীপুর জেলা কমিটির সহ সভাপতি, এসএ টুটুল প্রমুখ।
জানা যায়, উপজেলার আন্দার মানিক ও রাখালিয়াচালা এলাকায় প্রায় চারশতাধিক ভুমিহীন পরিবার রয়েছে। যারা প্রায় ৩০/৪০ বছর যাবত বনের জমিতে ঘর বাড়ী করে বসবাস করে আসছে। তাদেরকে উচ্ছেদের পায়তারা করছে বনবিভাগ। বনবিভাগের উচ্ছেদ বন্দের দাবীতে শত শত নারী পুরুষ ওই সমাবেশে যোগদান করে। বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সদস্য সচীব ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী তাদের ব্যাপারে বনও পরিবেশ উপদেষ্টার কাছে আলোচনা করে ব্যবস্থা নিবেন বলে আস্বস্ত করেছেন। ভুমিহীনদের দাবি উপজেলায় কারখানায় ও পার্কগুলো বনের জমি রয়েছে । তাদের উচ্ছেদ করাার দাবী জানান।