মোঃ সাহাজুদ্দিন সরকার, গাজীপুর প্রতিনিধি।। গাজীপুরের মহানগরীর কাশিমপুরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
বুধবার(০৮ জানুয়ারি)রাতে মহানগরীর কাশিমপুরের ৪ নং ওয়ার্ডের সারদাগঞ্জ কাজী মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানাযায়, মোহাম্মদ কাজীর মাসুম বিল্লাল কলোনীর সংলগ্ন বাঁশঝাড়ের ভিতরে মাদক ক্রয় বিক্রয় চলছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন মিয়া ও আশিকুল ইসলাম এবং নুর ইসলামকে আটক করে পুলিশ।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।