ঢাকাশনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের টঙ্গী আব্দুল্লাহপুরে বেইলি ব্রিজ ভেঙে কাভার্ড ভ্যান নদীতে পড়ে যায়

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ডিসেম্বর ২১, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সাহাজুদ্দিন সরকার গাজীপুর প্রতিনিধি::ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুরাগ নদীতে নির্মিত টঙ্গী-আব্দুল্লাহপুর বেইলি ব্রিজের একাংশ ভেঙে একটি কাভার্ড ভ্যান নদীতে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (২১ ডিসেম্বর) রাত ৩টার দিকে টঙ্গী-আব্দুল্লাহপুর বেইলি ব্রিজের ওয়ান ওয়ে (আব্দুল্লাহপুর-টঙ্গী) এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, তুরাগ নদীর উপর নির্মিত টঙ্গী-আব্দুল্লাহপুর বেইলি ব্রিজের ওয়ান ওয়ে (আব্দুল্লাহপুর-টঙ্গী) হঠাৎ ভেঙে পড়েছে। এ সময় ব্রিজের উপর থাকা একটি কাভার্ড ভ্যান নিচে পড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী খন্দকার শরীফুল আলম জানান, বড় সেতু নির্মাণের সময় ২০২২ সালে ৬ মাসের জন্য এই বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। বড় সেতু নির্মাণ শেষ হওয়ায় এটি এখন অকেজো। অনেক আগেই ব্রিজে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড দেওয়া আছে। এখন ভাঙা ব্রিজ নদী থেকে তুলে নতুন করে তৈরি করা হবে।