ঢাকামঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় স্কুলে হামলা-ভাংচুর!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

রাহুল ইসলাম রুবেল: গাইবান্ধার লেংগা বাজার আতশি কিন্ডারগার্টেন স্কুলে হামলার ঘটনা ঘটছে। মঙ্গলবার ( ১০ সেপ্টেম্বর) সকালে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এতে দুজন শিক্ষকও আহত হয়েছে। এছাড়াও গাছপালা উপড়ে ফেলা , নগদ টাকা চুরি, বাউন্ডারি, অফিসের আসবারপত্র ভাংচুর ও প্রয়োজনীয় কাগজপত্রও তছনছ হয়েছে ।

এছাড়া এমন হামলার ঘটনায় স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আতংকের সৃষ্টি হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, আতশি কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক, মোছাঃ রাফিয়া আক্তারের সাথে অভিযুক্ত আব্দুল মান্নান মিয়ার সাথে দীর্ঘ দিন থেকে শত্রুতা চলে আসছিল।
এরই সূত্র ধরে, মৌজা মালিবাড়ী গ্রামের মৃত মতলেব আলীর ছেলে আব্দুল মান্নান মিয়া ও তার সহযোগীরা আজ স্কুল চলাকালীন সময়ে গিয়ে হামলা ও ভাংচুর চালায়।

এব্যাপারে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সোহেল রানা বলেন, দীর্ঘদিন থেকে আব্দুল মান্নান ও তার দুই ছেলে আমাদের প্রতিষ্ঠানের ক্ষতি করবে মর্মে বিভিন্ন স্থানে বলে বেড়াচ্ছিল। এরই ধারাবাহিকতায় আজ কোন ইস্যু ছাড়াই আব্দুল মান্নান ও তার দুই ছেলে মোঃ মাসুদ রানা ও মিলন মিয়া এবং আব্দুল মান্নানের সহযোগী লেংগা বাজার বিএস উচ্চ বিদ্যালয়ের পিয়ন খুশি মিয়াসহ কয়েকজন এই হামলা চালিয়ে আমাদের প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি করে। আর এই অতর্কিত হামলার বিচার চাই।

এব্যাপারে লেংগা বাজার বিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার পিয়ন গিয়ে দেখে মারামারি শেষ, তবে তিনি ঘীরা ( বেড়া) ভাংচুর করেছেন।

এ বিষয়ে আব্দুল মান্নানকে ০১৬১০- ৭৩৭৪৫৯ ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

আপনার মন্তব্য লিখুন