রাশেদুল ইসলাম রাশেদ:: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাপের কামড়ে মজিদুল ইসলাম (৩৬) নামের এক ওঝার মৃত্যু হয়েছে। আজ শনিবার (২ সেপ্টেম্বর) গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রতিদিনের বাংলাদেশ'কে ওঝার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল জলিল শেখ।
এর আগে গতকাল শুক্রবার সকালে সাপের কামড়ে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মজিদুল একই ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের আকালু মিয়ার ছেলে।
মজিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ওঝা হিসেবে কাজ করতেন এবং এলাকার মানুষকে সাপে কামড় দিলে তিনি ঝাড়ফুঁক করতেন বলে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল জলিল শেখ জানান, দীর্ঘদিন থেকে মজিদুল ইসলাম বিভিন্ন গ্রামে সাপের খেলা দেখিয়ে আসছিল। শুক্রবার হরিরামপুর ইউনিয়নের রামপুরা জাদুরবাজার এলাকায় খেলা দেখানোর সময় সাপের কামড়ে অসুস্থ্য হয়ে পড়ে সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।