সামাজিক দায়বদ্ধতার থেকে ‘জাগো ফাউন্ডেশন’ এবং ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরণের ক্যাম্পেইন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সারাদেশের মানুষকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে এবং সঠিক নিয়মে মাস্ক পরাতে দেশের বিভিন্ন এলাকায় ক্যাম্পেইন শুরু করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস- এর সহযোগিতায় আয়োজন করেছে ‘আপনার মাস্ক কোথায়?’ নামক একটি ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে সারাদেশের মানুষকে মাস্ক পরা নিয়ে সচেতন করাই মূল লক্ষ্য।
দেশব্যাপী ভলান্টিয়াররা তাদের নিজ নিজ জেলা থেকে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালায়। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, এই আটটি বিভাগ থেকে ৭ হাজার ভলান্টিয়ার তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে করোনাকালীন মাস্ক পরার প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে উদ্বুদ্ধ করে।
গাইবান্ধায় তারা তিনটি জোনে বিভক্ত হয়ে পুরাতন ব্রিজ রোড,কলেজ রোড,ডাক বাংলো মোড়ে অবস্থান নিয়ে মাক্স বিতরন,মাক্স ব্যবহারে সচেতনতা সৃষ্টি,এর উপকারিতা বোঝানো বার বার হাত ধোয়ার পরামর্শ দিয়ে তাদের কার্যক্রম সম্পন্ন করেছে।
ভলান্টিয়াররা স্লোগান ও সচেতনতার বার্তা সম্বলিত কিছু হাতে তৈরি পোস্টার এবং প্ল্যাকার্ড তৈরি করেছিল। এগুলোর সাহায্যে তারা জনগণের দৃষ্টি আকর্ষণ করে। সাধারণ মানুষ তাদের কার্যক্রমের প্রশংসা করেছেন এবং তাদেরকে এই ধরণের প্রচার চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন।
মাস্ক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এই ক্যাম্পেইনটির উদ্বোধন করেন ক্রিকেটার তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘মাস্ক সচেতনতার ক্যাম্পেইনটি অত্যন্ত সময়োপযোগী। ’ তিনি ভলান্টিয়ারদের উৎসাহ দেন এবং মানুষকে মাস্কের ব্যাপারে সচেতন করেন।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরাবরই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে। তাদের কার্যক্রমগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণে কার্যকরী ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে বক্তারা ক্যাম্পেইনের সমাপ্তি ঘোষণা করেন।