ঢাকাশুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় বিএনপি-পুলিশের সংঘর্ষে আহত ১৬, গ্রেফতার ৩

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
সেপ্টেম্বর ১, ২০২৩ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

রাশেদুল ইসলাম রাশেদ: গাইবান্ধায় বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় পুলিশের বাধা দেয়াকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার বিকাল ৫ টায় জেলা বিএনপি কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করে শহীদ মিনার মোড় পার হয়ে ডিবি রোডের দিকে যাওয়ার সময় পুলিশ বাঁধা দেয়। পুলিশের বাঁধা অতিক্রম করে র‍্যালিটি সামনে দিকে অতিক্রম করার সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ বিএনপির নেতা কর্মীর উপর লাঠি চার্জ, রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এসময় পুলিশের ১ সদস্য ও বিএনপির ১৫ নেতা কর্মী আহত হন।পরে পুলিশ বিএনপির জেলা কার্যালয় থেকে অফিসে পিয়ন আলম ও জেলা বিএনপির উপদেষ্টা সাদুল্লা দুদুকে আটক করে নিয়ে যায়।

এছাড়া শহরের পৌর গোরস্তান মোড় থেকে একজন কর্মীকে আটক করে পুলিশ। বিএনপি ও পুলিশের উত্তপ্ত এই পরিস্থিতির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে পুলিশের কেউ কথা বলতে রাজি হয়নি।

এ ঘটনায় জেলা শহর থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন