গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফুল মিয়া (২৪) ও আব্দুস সালাম (২৫) নামের দুই বন্ধু নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের সরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফুলমিয়া উপজেলার সাপমারা ইউনিয়নের সরাইল গ্রামের ফেরদৌসের ছেলে ও আব্দুস সালাম একই ইউনিয়নের খামারপাড়া গ্রামে সাইফুল ইসলামের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার বৈরাগিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মিলন চ্যাটার্জি বলেন, ‘ফুল মিয়া ও আব্দুস সালাম মোটরসাইকেল যোগে স্থানীয় ইসলাম পুর কলেজে মাঠে ফুটবল খেলতে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।