ঢাকাশনিবার , ২৩ নভেম্বর ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ছাত্র-জনতার প্রত্যাশার বাংলাদেশ গড়তে ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
নভেম্বর ২৩, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি: গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনব্যবস্থার পতনের পর গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ছাত্র-জনতার যৌথ আকাঙ্ক্ষা এবং শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে গাইবান্ধায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে গাইবান্ধা জেলা ছাত্রদলের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় গাইবান্ধার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা করা হয়। শিক্ষার্থীরা নতুন দিনের বাংলাদেশে কাঙ্ক্ষিত ছাত্র রাজনীতি, শিক্ষার পরিবেশ এবং দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তাদের মূল্যায়ন ও প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজমুল হক। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক কাওছার মাহমুদ ও মোঃ জামিল হোসেন মুরসালিন। এছাড়াও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা, উপজেলা, পৌর এবং কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

বক্তারা শিক্ষাঙ্গনে কাঠামোগত নিপীড়ন, নারী শিক্ষার্থীদের প্রতিবন্ধকতা, শিক্ষার মান উন্নয়ন এবং সমতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান। সভায় বক্তারা শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি একটি মানবিক ও সামাজিক ন্যায়বিচারপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার জন্য ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এই সভাকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। তারা আশাবাদী, এই উদ্যোগ শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক ও সমতাভিত্তিক পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য লিখুন