নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা সদর পৌর বিএনপি’র সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে সদস্য সচিব মোঃ লোটাস খানকে পরিবর্তন করে দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাক আহমেদ মোস্তাককে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) রাত ৯ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।
দলের কেন্দ্রীয় নির্দেশনার আলোকে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর মোস্তাক আহমেদ মোস্তাক দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে গাইবান্ধা সদর পৌর বিএনপি’কে আরও সুসংগঠিত ও কার্যকর করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। দলীয় আদর্শ ও নেতৃত্বের প্রতি আনুগত্য বজায় রেখে আমরা সামনের দিনগুলোতে শক্তিশালী ভূমিকা রাখবো।
এদিকে স্থানীয় পৌর বিএনপির নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন যে, মোস্তাক আহমেদ মোস্তাকের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে গাইবান্ধা সদর পৌর বিএনপি আরও গতিশীল ও কার্যকর হয়ে উঠবে। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার পাশাপাশি তিনি তৃণমূল পর্যায়ে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন নেতৃত্বের হাত ধরে গাইবান্ধা সদর পৌর বিএনপি নতুন গতিপথ খুঁজে পাবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি’র অবস্থান সুদৃঢ় করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।