বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ২০২৫ থেকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের "প্রাথমিক সদস্য ফরম বিতরণ" কর্মসূচি শুরু হয়।
এরই ধারাবাহিকতায়, গতকাল সোমবার (২৫ ফেব্রুয়ারি) পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজ, ফকিরেরহাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ও বাসুদেবপুর চন্দ্রকিশোর হাই স্কুল ও কলেজে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের উপস্থিতিতে সদস্য ফরম বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এরপর সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্রদল কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হুসাইন মুরসালিন। এছাড়া, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিদ শাকিল, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক বাপ্পীসহ জেলা ও উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফ, সদস্য সচিব সোহেল রশিদ, পলাশবাড়ী পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাওন সরকার, সদস্য সচিব আকাশ কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এই কর্মসূচির মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবাদী আদর্শকে আরও সুসংহত করার প্রত্যাশা ব্যক্ত করেন ছাত্রদল নেতৃবৃন্দ।