ঢাকাবৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় হাসপাতালের সেবার মানোন্নয়নের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
এপ্রিল ৩, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

জাভেদ হোসেন, গাইবান্ধা:: গাইবান্ধা জেলা সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, পর্যাপ্ত ডাক্তার-নার্স নিয়োগ ও দুর্নীতি বন্ধের দাবিতে নাগরিক মঞ্চের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট ফারুক কবীর।

বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, অ্যাডভোকেট কুশলাশীষ চক্রবর্তী, মানবাধিকার কর্মী শহিদুল ইসলাম, রবিদাস নেতা খিলন রবিদাস, আদিবাসী নেতা ব্রিটিশ সরেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমাইন মাহতাব, রুয়েট শিক্ষার্থী পার্থ সারথি, মেডিকেল শিক্ষার্থী সন্ধান বর্মনসহ অনেকে।

বক্তারা বলেন, ২৫০ শয্যার অনুমোদনপ্রাপ্ত হলেও হাসপাতালটি মাত্র ১০০ শয্যার জনবল দিয়ে চলছে, ফলে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ডাক্তার-নার্স সংকট, অপরিচ্ছন্ন পরিবেশ, শয্যা সংকট, অকেজো যন্ত্রপাতি, নিম্নমানের খাবার, ওষুধ সংকটসহ নানা অনিয়ম-দুর্নীতিতে রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

তারা আরও বলেন, আইসিইউ ইউনিট চালু, নতুন ভবন কার্যকর করা, প্রয়োজনীয় জনবল নিয়োগ ও দুর্নীতি বন্ধে জরুরি ব্যবস্থা নিতে হবে। এক মাসের মধ্যে দাবি পূরণ না হলে ৩ মে কঠোর আন্দোলনের ঘোষণা দেন নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে হাসপাতালের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণসংগীত পরিবেশন করেন শিল্পী রণজিৎ সরকার।