ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় মলম পার্টি চক্রের নারী সদস্য আটক

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ২১, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রাশেদুল ইসলাম রাশেদ: গাইবান্ধার দারিয়াপুর তেতুলতলা এলাকায় মলম পার্টি চক্রের এক নারী সদস্যকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার (২১ মার্চ) পুরাতন গরুহাটির কাছে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অভিযুক্ত নারী এক অটোরিকশা চালককে যাত্রীবেশে থামান এবং কৌশলে বলেন, “একটু ফোনে কথা বলো,” এরপর চালকের কানে ফোনটি ধরিয়ে দেন। কিছু সময় পর চালক অস্বাভাবিকভাবে ঘামতে শুরু করেন এবং শারীরিক দুর্বলতা অনুভব করেন।

চালক দ্রুত বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে সহায়তা করেন এবং সন্দেহভাজন নারীকে আটক করেন। পরে গাইবান্ধা সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।

গাইবান্ধা সদর থানার ওসি জানান, “অভিযুক্ত নারীকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

অপরাধ বিশ্লেষকরা বলছেন, মলম পার্টির সদস্যরা এখন আরও আধুনিক কৌশল অবলম্বন করছে। আগে তারা সাধারণত খাবার বা স্প্রে ব্যবহার করে মানুষকে অজ্ঞান করত। তবে এখন কৌশলে ফোন ধরিয়ে দিয়ে কিংবা অন্য উপায়ে সংজ্ঞাহীন করার চেষ্টা করছে।