দিপংকর রায়,দিনাজপুর।। দিনাজপুরে আজ গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত ২৫ জন। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২১৯, সনাক্ত ২৫ জন, ফলো আপ পজিটিভ ১ জন।
নতুন করোনা আক্রান্ত শনাক্তদের মধ্যে সদরে ১৯, বিরলে ১,পার্বতী পুর উপজেলার ৪ জন। পরীক্ষা বিবেচনায় সনক্তের হার ১১.৪১%।যা কয়েক দিনের তুলনায় বেশি। গতকাল ৬ তারিখে সংখ্যা ছিল ১২। বর্তমানে রোগীর সংখ্যা ১৩২ জন। ২৪ ঘন্টায় নতুন নমুনা সংগ্রহ ২১১,মোট নমুনা সংগ্রহ ৩৭৩৭০,মোট নমুনা পরীক্ষা ৩৪৭৫৪।
২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন ৯৭, মোট কোয়ারেন্টাইন ৩০৬২১ জন। ২৪ ঘন্টায় ছাড় পত্র ৬৫ জন, মোট কোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র পেয়েছেন ৩০৩৩২ জন। হোম আইসোলেশনে আছেন ১৬১ জন।
হাসপাতালে ভর্তি ১৭ জন।