নিজস্ব প্রতিবেদক
খুলেছে পোশাক কারখানাসহ রপ্তানিমুখী শিল্প-কারখানা। কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। সকাল থেকেই কারখানায় আসতে শুরু করে কর্মীরা।
প্রথম দিনে স্বাস্থ্যবিধি মেনে ভেতরে প্রবেশে করে কর্মীরা। কারখানাগুলোতে উপস্থিত ছিল বেশিরভাগ কর্মী। শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলার মানুষ কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরেছেন। আজো রিকশা ও পিকআপ ভ্যানে করে মানুষ রাজধানীতে ঢুকছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ি, দুপুর ১২ টা পর্যন্ত চলবে গণপরিবহন।
করোনা সংক্রমণের বাড়ায় এতদিন শিল্প- কারখানা বন্ধ রাখার বিষয়ে অনড় ছিল সরকার। তবে তৈরি পোশাক শিল্পসহ সব ধরনের শিল্প কারখানা খুলে দিতে সরকারের উচ্চ মহলে বারবার অনুরোধ করেছে শিল্পমালিকরা। ঈদুল আযহার ঈদের পরদিন ২৩ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত কঠোর লকডাউনে শিল্প কারখানা, সরকার-বেসরকারি প্রতিষ্ঠানসহ সব ধরনের অফিস আদালত বন্ধ রাখা হয়।
ঈদের আগের লকডাউনের বিধিনিষেধের মধ্যে জরুরি ছাড়া সব ধরনের কার্যক্রম বন্ধ থাকলেও শিল্প কারখানা চালু ছিল। করোনার সংক্রমণ উদ্বেগজনক হওয়ায় পরসব শিল্প কারখানাও ৫ অগাস্ট পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশে রপ্তানি আয়ের অধিকাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। এই শিল্পের প্রায় অর্ধ কোটি শ্রমিক ছড়িয়ে আছে সারাদেশে।