আজ ১৬ নভেম্বর খুলনা ফুলতলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি মৌসুমে বোরো ধান, ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও গ্রীষ্মকালীন চাষে সহায়তা প্রদানের লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। ফুলতলায় উপজেলার ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। কৃষকদের উন্নত বীজ ও সার বিতরন অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইনবে আমিন।
এ সময় বিনামূল্যে বোরো চাষী ১৩০ জন, ভূট্টা চাষী ৩০জন, সরিষা ২০ জন, সূর্যমুখী ২০ জন, মুগ ১০ জনসহ মোট ২১০ জন কৃষককে চার ও বীজ বিনামূল্যে প্রদান করা হয়।
বীজ ও সার বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য অফিসার রনজিত কুমার, রিসোর্স কর্মকর্তা রবিউল ইসলাম রনি, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সুমাইয়া খাতুন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রকাশ চন্দ্র মন্ডল, কৃষি সম্প্রসারণ উপ-সহকারী কৃষি কর্মকর্তা চামেলী মল্লিক, শিখা মল্লিক, মহাসিন আলী, এহসান উদ্দিন প্রমুখ।