আজ, ১১ নভেম্বর বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে খুলনা থানাধীন শহীদ হাদিস পার্কে যুবলীগের অফিসের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনাং আহত হয়েছেন তিনজন বর্তমানে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ প্রহরা চলমান আছে।
আহতরা হলেন, জোড়াকল বাজারের তুহিন হাওলাদারের ছেলে সাব্বির, নতুন রেললাইন এলাকার বায়েজীদ হাওলাদারের ছেলে তানভীর এবং দিলখোলা মোড়ের লিটন হাওলাদারের ছেলে লিমন ওরফে বাবু।
জানা গেছে, যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে আওয়ামী লীগ অফিসের সামনে মিছিল নিয়ে জোড় হচ্ছিল। হঠাৎ করেই মিছিলের মধ্য থেকে দুই পক্ষের ছেলেদের মাঝে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সংঘর্ষ শুরু হয়। পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা দলের একটি সূত্র জানিয়েছে। এদিকে আহত লিমন বর্তমানে প্রিজন সেলে আটক হয়ে চিকিৎসাধীন রয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম বলেন, বিকেলে সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে ছিল না। শুনেছি কয়েকজনের মধ্যে ঝামেলা হয়েছে। তারা মেডিকেলে ভর্তি রয়েছে। আমাদের কাছে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। বর্তমানে আমিসহ সকলেই আওয়ামী লীগ অফিসের সামনে অবস্থান করছি।