খুঁজে চলি
গাজী আজাদ
নিত্য খু্ঁজে চলি কষ্ট কাকে বলি
কপালে নেই সুখ?
কোথায় চলে গেলে একা মোরে ফেলে
ব্যথায় ভরা বুক।
ভালোবেসে বাঁচি তোমায় শুধু যাচি
করেছি আজ পণ,
জানি নাতো কবে কাছে পেলে তবে
শীতল হইবে মন!
পথো চেয়ে থাকি দিলে কেনো ফাঁকি
ক্যামনে কাটবে দিন?
খাঁটি ভালোবাসাে কাছাকাছি আসো
শুধিবো প্রেম ঋণ।
প্রেম অনলে পুড়ে দুখ চাদরে মুড়ে
হয় দিনাতিপাত,
সুখের মালা গলায় তোমার পথো চলায়
সুখে ভরুক রাত।
ফিরে এসো যদি তুমি নিরোবধি
হবে প্রেমের জয়,
আপন করিয়া দাও রহম করে যে যাও
ওগো দয়াময়।
আপনার মন্তব্য লিখুন