ক্লান্তি দূর বিকাল
ফয়েজ আহমেদ মেহেদী
প্রস্তুত সবাই সকাল থেকে
পরিশ্রম করার জন্য,
ব্যস্ত এই কর্মের দিনগুলো
মৃদু বিকাল ধন্য।
বিকাল হলেই ঘুরছে মানুষ
কাজের ফাঁকে ফাঁকে,
ছুটির দিনে ভীর জমেছে
কর্মী ঝাঁকে ঝাঁকে।
ক্লান্তি দূর করে সবাই
বিকাল বেলার হাওয়া,
রাত পোহালে নতুন সকাল
এটাই তাদের চাওয়া।
শ্রমিক তাঁরা কর্ম করে
নীতি মেনে চলে,
অসময়ে ডেকে তাদের
কর্ম করতে বলে।
তাদের চাওয়া সৃষ্টিকর্তার কাছে
পাবে একটি সকাল,
কর্ম শেষে ঘুরবে তাঁরা
ক্লান্তি দূর বিকাল
আপনার মন্তব্য লিখুন