ঢাকামঙ্গলবার , ১ এপ্রিল ২০২৫
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

‘ক্যাশে এত কম টাকা রাখলেন কেন’, মালিককে চোরের ফোন

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
এপ্রিল ১, ২০২৫ ১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:: মধ্যরাতে ফার্মেসিতে চোরের হানা। চুরি শেষে কাঙ্ক্ষিত টাকা পয়সা না পেয়ে ফার্মেসি মালিককে ফোন করে ঘটনার সবকিছু জানালেন স্বয়ং চোর নিজেই। রোববার মধ্যরাতে উপজেলা শহরের হাসপাতাল সড়কের মল্লিক ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের মল্লিক ফার্মেসিতে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়।

স্থানীয় শাহ্-আলম জানান, জানতে পারি পাড়ার একটি ফার্মেসির দোকানে চুরির হয়েছে। পরে জানতে পারি চোর টাকা পয়সা তেমন কিছু না পেয়ে ফার্মেসি মালিকে ফোন করে আক্ষেপ করছে। যে দোকানে কোন টাকা পয়সা রাখেন না কেন। এটা খুবই কৌতূহলের বিষয়।

ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহা বলেন, ভোরে চোরচক্রের এক সদস্য আমার মুঠোফোনে কল করে বলে, দাদা আপনার ফার্মেসিতে আমরা চুরি করেছি। গতকাল তো কেনাবেচা অনেক করেছেন ক্যাশে এত কম টাকা রাখলেন কেন! একটু বেশি করে রাখতে পারেন না?


ফার্মেসি মালিক আরও বলেন, মুঠোফোনে জানানো ওই কথা আমি প্রথমে বিশ্বাস করছিলাম না। পরে ভোরে দোকানে এসে ওষুধসহ বেশকিছু মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলে বুঝতে পেরেছি। পরে বিষয়টি পুলিশকে অবগত করি।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি জানার পরে স্বঘোষিত চোরের মুঠোফোন নম্বর শনাক্তকরণের কাজ করছি। এ ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।