আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার- কুড়িগ্রামের উলিপুরে ক্যান্সার আক্রান্ত অসহায় মিনু আক্তার আজ জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়েছে। তার দুচোখে মুঠো মুঠো স্বপ্নের বদলে শুধুই মৃত্যুর বিভীষিকা।
চোখ বুঝে অবসন্ন শরীর নিয়ে জীবনকে মহাকালের কাছে সোপর্দ করার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মিনু আক্তার।তার মধ্যে এখন বেঁচে থাকার তীব্র আকুতি।
জানা যায়, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের শুকদেব কুন্ড এলাকার মজিবর রহমানের ৮ম শ্রেণি পড়–য়া কন্যা মিনু আক্তার (১৩) দূরারোগ্য ব্যধি ক্যান্সারে আক্রান্ত হন।
মিনুর বড় ভাই,জাহিদ হাসান বিপুল প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধিকে বলেন, গত ৩ জুন অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে নেয়া হয়।পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে পেটে টিউমার ধরা পরে। সেই টিউমারটি রংপুরের ওরিয়ন হাসপাতাল অপারেশন করা হয়। অপারেশনের পরে রক্ত ও মাংস ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হলে মিনু মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত বলে জানান ডাক্তাররা। তার চিকিৎসার প্রয়োজন প্রায় ৭ লাখ টাকা বলে জানান চিকিৎসক। কিন্তু এত টাকা দিনমজুর পিতা ও বড় ভাইয়ের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই তার পিতা মজিবর রহমান সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তির নিকট সাহায্যের আবেদন জানান।ঠিক সেই সময়,মিনুর পাশে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার।কিন্তু তা প্রয়োজনের তুলনায় অনেক কম,আবু সাঈদ বলেন, আমি তার মিনুর সব সময় খোজ খবর নিচ্ছি ।উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার বলেন, এলাকার জনপ্রতিনিধি হিসাবে এটা আমার দায়িত্ব। মিনু পাশে দাঁড়াতে পেয়ে মিনুর কচিমুখের হাসি দেখে খুব ভালো লেগেছে। তিনি মিনুর চিকিৎসার খরচ বহন করতে সমাজের বিত্তবান ও হৃদয়বানদের এগিয়ে আসার অনুরোধ করেন।
সাহায্য পাঠানোর ঠিকানাঃজাহিদ হাসান
বিপুল মিয়া (বড় ভাই) বিকাশ নম্বর – ০১৭৬৪-৭৮৭৭২৬
আনিসুর রহমান-০১৮২৪১৯০৭০৮
তাং-২৭/৬/২১