মোঃ সাহাজুদ্দিন সরকার,গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের কোনাবাড়ীতে আজ ৭ ম দিনের মতো বেতন সোমবার বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে শতাধিক গার্মেন্টসের শ্রমিকেরা।
গাজীপুরের কোনাবাড়ীর শতাধিক পোশাক কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ-মিছিল করছেন।
গাজীপুর মহানগরীর কেনাবাড়ী এলাকার
বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ি অবরোধ করে তাঁরা এই কর্মসূচি পালন করছেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল প্রায় ১ ঘন্টা বন্ধ থাকে।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়,শ্রমিকেরা সর্বনিম্ন মূল বেতন ১৫ হাজার টাকা করার দাবিতে এ বিক্ষোভ শুরু করেন। এ সময় বিভিন্ন গার্মেন্টস,কোনাবাড়ী বিসিক কারখানার অর্ধ শতাধিক ও আশেপাশে থাকা সকল কারখানা শ্রমিকরা একসঙ্গে কারখানা থেকে বেরিয়ে মহাসড়কে গাড়ীর টায়ারে আগুন ধরিয়ে রাস্তায় অবস্থান করতে চাইলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেন, পরে মহাসড়কের আশেপাশের সড়ক গুলোতে ঢুকে বিভিন্ন গার্মেন্টস এর সামনে অবস্থান করছে শ্রমিকরা।পুলিশ ছত্রভঙ্গ করার পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
তবে বর্তমানে মহাসড়ক গুলোতে পুলিশের মহড়া চলমান রয়েছে বলে জানিয়েছেন, জিএমপি কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার মো:আসাদুজ্জামান।