ঢাকাবুধবার , ১৭ জুলাই ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

কোটা আন্দোলনকারীদের দখলে টালমাটাল গাইবান্ধা, সড়ক-রেলপথ বন্ধ!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুলাই ১৭, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধা শহরকে দখলে নিয়ে আন্দোলন করছে গাইবান্ধার কোটা সংস্কার আন্দোলনকারীরা। শহরের প্রধান প্রধান সড়কসহ রেলপথ বন্ধ করার ঘোষণা দিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বিভিন্ন স্কুল কলেজের লাখ লাখ শিক্ষার্থীসহ অনেক অভিভাবকরাও এই আন্দোলনে অংশ নিয়েছেন।

বুধবার (১৭ জুলাই) জেলা শহরের ডিবি রোড থেকে এই আন্দোলন শুরু করেন তারা।

তারা শহরের এক নং ট্রাফিক মোড়সহ এক নং রেল গেল ও দুই নং রেলগেট দখলে নিয়ে বন্ধ করে দিয়ে ঘোষণা করে রেল বন্ধের। এতে করে শহরে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এসময় তারা ‘আমি কে, তুমি কে রাজাকার রাজাকার’, ‘কে বলেছে বলেছে স্বৈরাচার স্বৈরাচার’। আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব নাসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এসময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেননা বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এসময় ১ নং ট্রাফিক মোড়ে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

জানতে চাইলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রানা বলেন, শান্তিপূর্ণ আন্দোলন তারা করতেই পারে। কিন্তু কোনো ক্ষয়ক্ষতি কিংবা সহিংসতা করার চেষ্টা করলে প্রতিহত করা হবে।

আপনার মন্তব্য লিখুন