আনিসুর রহমান,স্টাফ রিপোর্টারঃ গণ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী সৈনিক হিসেবে কাজ করছেন কুড়িগ্রামের রাজপথ কাঁপানো মেধাবী সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম শিমুল। ক্ষমতাসীনদের রক্ত চক্ষুকে উপক্ষো করে বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনার গণ মানুষকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি।
সাবেক রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতিতে শহিদুল ইসলাম শিমুল যোগদান করেন। ১৯৯৭ সালে বর্তমান কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহেল হুসনাইন কায়কোবাদ এর হাত ধরে তিনি ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৯৯ সালে মজিদা আদর্শ ডিগ্রী মহাবিদ্যালয়ে ছাত্রদল কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক নির্বাচিতন হন। ২০০২ সালে কুড়িগ্রাম সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ২০০৫ সালে জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক নির্বাচিত হন। ২০০৬ সালে কুড়িগ্রাম সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন। ২০১০ সালে শহিদুল ইসলাম শিমুল জেলা ছাত্রদলের ৫নং যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনিত হন। ২০১৭ সালে পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ২০২২ সালে কুড়িগ্রাম পৌর যুবদলের আহ্বায়ক মনোনিত হন। নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলনে সহযোগী সংগঠন হিসেবে কুড়িগ্রামে যুবদলের নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠ পর্যায়ে আন্দোলনের কর্মসূচীতে রয়েছেন তিনি। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সেবামুলক কাজের সাথেও সম্পৃক্ত শহিদুল ইসলাম শিমুল। তিনি করোনাকালীন সময়ে পল্লী স্বাস্থ্য সেবাকেন্দ্রের মাধ্যমে হাজার হাজার মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান, ইচ্ছা মানব কল্যাণ সংস্থার মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচী এবং বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে দুস্থ্য অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত সহ শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের এগিয়ে নিতে নানামুখী সেবামুলক কাজ করে আসছেন। বিভিন্ন বিষয় নিয়ে কুড়িগ্রাম যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম শিমুল জানায়, গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতন্ত্রের নেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করি, নিকোশ কালো অন্ধকার কেটে অচিরেই সোনালী আলোর আভায় আলোকিত হবে দেশ।