আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার- কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে দুই দিনে ছয় জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে শনিবার (১০ জুলাই) তিন জন ও রবিবার (১১ জুলাই) তিন জন মারা গেছেন।
তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, শনিবার মৃত তিন জন জেলার নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। আর রবিবার মৃতদের মধ্যে দুই জন সদর উপজেলার (পৌরসভা ও ভোগডাঙা ইউনিয়ন) এবং একজন উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।
সূত্র আরও জানায়, হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটে রবিবার সকাল পর্যন্ত ভর্তি আছেন ৫৩ জন রোগী। তাদের মধ্যে ২৫ জন করোনা আক্রান্ত ও ২৮ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ আখের আলী জানান, কুড়িগ্রামে এ পর্যন্ত ১১ হাজার ৩৫১টি নমুনা পরীক্ষায় দুই হাজার ২৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ জনের।