স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়ে পড়েছে চরাঞ্চলসহ নিম্নাঞ্চলচলগুলো। পানি প্রবেশ করতে শুরু করেছে নদ-নদী অববাহিকার নিচু চরাঞ্চলের ঘর-বাড়িতে।
পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। তলিয়ে গেছে এসব এলাকার পটল, ঝিঙ্গা, ঢেড়সসহ বিভিন্ন সবজি ও পাট, কাউন, চেনাসহ বিভিন্ন ফসল। ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা শঙ্কায় দিন পাড় করছে চরাঞ্চলের মানুষেরা। ইতোমধ্যে অনেকের ঘর-বাড়িতে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছেন তারা।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানা, জেলার উপর দিয়ে প্রবাহিত সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিনের মধ্যে বন্যার দু’একটি পয়েন্টে পনি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা থাকলেও আপতত বড় বন্যার আশংকা নেই।