আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার।। নিখোঁজ মালিজা’র সন্ধান চায় তার পরিবার,প্রায় ৫০দিন ধরে নিখোঁজ মালিজাকে খুঁজছে তার পরিবার। কুড়িগ্রাম পৌরসভাধীন ধরলাব্রীজ সংলগ্ন সওদাগড় পাড়া এলাকার আলমগীরের স্ত্রী মালিজা বিভিন্ন এলাকায় চুরি, ফিতা ও মেয়েদের জিনিষপত্র বিক্রি করত। চলতি বছরের ২৫ মার্চ তারিখ থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ মালিজার সন্ধান চায় তার পরিবারের লোকজন।
মালিজার স্বামী আলমগীর জানান, ৫সন্তানের জননী আমার স্ত্রী মালিজা খাতুন নিখোঁজ হওয়ার পর থেকে সন্তানেরা মায়ের জন্য খুবই কান্নাকাটি করছে,মা ছাড়া তাদের কান্না থামানো যাচ্ছে না। কিছুটা মানসিক ভারসাম্যহীন মালিজা এর আগেও হারিয়েছিল। পরে সে আবার বাড়ীতে ফেরৎ আসে। এবার ৫০দিন পেরিয়ে গেলেও তার কোন খোঁজ-খবর পাওয়া যাচ্ছে না। বিষয়টি কুড়িগ্রাম সদর থানায় অবগত করা হয়েছে। পুলিশও তাকে খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু কোন তথ্যই পাওয়া যাচ্ছে না। ইদের আগে মায়ের খোঁজ পেতে চায় তার ৫সন্তান। এনিয়ে আমি খুবই সমস্যায় আছি। এজন্য সাংবাদিকদের মাধ্যমে স্ত্রী মালিজার সন্ধান চায় আলমগীর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, কিছুটা মানসিক ভারসাম্যহীন মালিজা গত ২৫মার্চ হারিয়ে যায়। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। স্ত্রীর সন্ধান পেতে সকলের সহযোগিতা চেয়েছে তার পরিবার।