আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার- কুড়িগ্রাম সদর উপজেলায় মন্তাজ আলী (৫৫) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে জেলা থানা পুলিশ।
রোববার (১৩ জুন) গভীর রাতে নিজ বাড়ির গোয়ালঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।
নিহত মন্তাজ জেলা সদরের হলোখানা ইউনিয়নের চর আরাজি পলাশবাড়ি গ্রামের বাসিন্দা। তার স্ত্রী দুই সন্তান রয়েছে ছেলেও মেয়ে।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত মন্তাজ আলী গত দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভোগছিলেন।গত রাতে স্ত্রী সন্তান নিয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন।রাত গভীর হলে সবার অজান্তে পাশেই গোয়ালঘরে ঢুকে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন বলে জানায় স্থানীয়রা।
কুড়িগ্রাম সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার জানান প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটি আত্মহত্যা।পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য দেয়া হয়েছে।