আনিসুর রহমান, কুড়িগ্রাম।। কুড়িগ্রামে কর্মসংস্থানে ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণের উদ্ভোদন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
স্বাধীন পেশা সবার জন্য’ এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে বেকার যুবদের কর্মসংস্থানে আইপিই ফ্রি-ল্যান্সিং পার্ক কোচিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
(৫ জানুয়ারি) সকালে শহরের ভকেশনাল মোড়ে (বিজিবি ক্যাম্প ৩য় গেট সংলগ্ন) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. লুৎফর বকসীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন, কুড়িগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. কাজিউল ইসলাম, সদর উপজেলা সহকারী প্রোগামার রায়হান বাদশা, আইপিই ফ্রি-ল্যান্সিং পার্ক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমেদ অভি প্রমুখ।
ইনডিপেন্ডেন্ট প্রফেশন ফর এভরিওয়ান (আইপিই) ফ্রি-ল্যান্সিং পার্ক প্রতিষ্ঠানের উদ্যোগে জেলায় শিক্ষিত বেকার যুবদের বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। এতে যুবদের ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন ও ডিজিটাল মার্কেটিংয়ের উপর দুই মাসব্যাপী প্রশিক্ষণ দিয়ে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করবে।