আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার।। কুড়িগ্রামে আওয়ামীলীগের পুর্ণাঙ্গ কমিটি গঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মে)জেলার সার্কিট হাউজ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদশ আওয়ামীলীগ কেদ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।
আরও উপস্থিত ছিলেন, কেদ্রীয় কমিটির সদস্য এডভোকেট সফুরা বেগম, কুড়িগ্রাম-৩ আসনের এমপি এমএ মতিন, জেলা আওয়ামীলীগের সভাপতি, জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু, সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
জানা যায়, দেড় বছর আগে জেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। সভায় নেতাকর্মীরা দ্রুত পুর্ণাঙ্গ কমিটি ঘোষনার দাবি জানান।