মুহাম্মদ রাসেল উদ্দিন, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ফুলবাড়িতে "করোনা কালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও ফ্রী স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
সোমবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফ্রী স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম এবং উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায়, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন।
আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর ররহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার কৃষ্ণ মোহন হালদার, কৃষি অফিসার মাহবুবুর ররশীদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, মহিদেব সমাজ কল্যাণ সমিতির রেজিলিয়েন্স প্রকল্প ব্যবস্থাপক মুজিবুর রহমান, সৌহার্দ্য -৩ কর্সূচির উপজেলা কোঅর্ডিনেটর ফজলুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহবুব লিটু, বিবিএফজি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ঝরনা বেগম প্রমূখ।