কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এবারও ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা। শনিবার (২২ মার্চ) দুপুর আনুমানিক ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের উত্তর পাশে অবস্থিত একটি পাহাড়ে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রতিবছরই কুবির পাহাড়ে অগ্নিকাণ্ডের এমন ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই কয়েকজন আনসার সদস্য সবুজ গাছের ডালপালা দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মুসলেম উদ্দিন মিয়াজি বলেন, ‘ঘটনাস্থলের আশপাশে আগুন ছড়ানোর মতো কোনো দাহ্য পদার্থ বা জনসমাগম ছিল না। তাই আগুনের সঠিক কারণ নির্ধারণ করা কঠিন।’
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার বলেন, ‘অতীত অভিজ্ঞতা অনুযায়ী, শিশুদের খেলাধুলা বা বিড়ি-সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। শুষ্ক মৌসুম হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছে।