কমলা রঙের বিশ্বে নারী বাধার পথ দেবেই পাড়ি এই অংগিকারকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০ আলোচনা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ ডিসেম্বর ( রবিবার) কুমিল্লা টাউন হলের সামনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক ও পল্লী সমাজ উদোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ আলোচনা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক সেলিনা আক্তার, প্রোগাম অফিসার কানিজ তাজিয়া, জেলা যৌন হয়রানি নির্মূল করণ নেটওয়ার্ক সভাপতি ফাহমিদা জেবিন, কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি ও কুমিল্লা নিউজের সম্পাদক ইয়াসমিন রীমা, এইড কুমিল্লা নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী, কুমিল্লা সিটি কর্পোরেশন প্যানেল মেয়র ও জেলা যৌন হয়রানি নির্মূলকরন নেটওয়ার্ক সহসভাপতি নুরজাহান পুতুল, নেটওয়ার্কিং সদস্য সালমা আক্তার, মাহমুদা আক্তার, জেসমিন আক্তার সহ অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থা , পল্লী সমাজ সদস্য, আরও উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়কারি জিয়া উদ্দিন আহমেদ, মোঃ তৌহিদুর রহমান সিনিয়র জেলা ব্যবস্থাপক, মনিটরিং অফিসার পলাশ কুমার বিশ্বাস, মোঃ মাসুদ রানা।