ডেস্ক রিপোর্ট:: অদ্য ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ইং তারিখে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ- বার্ষিক সমন্বয় সভা জেলা প্রশাসকের কার্যালয় "স্বপ্ন কুড়িঁ'' তে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, কুড়িগ্রাম জনাব নুসরাত সুলতানা। সভায় সভাপতিত্ব করেন, জনাব উত্তম কুমার রায় উপ-পরিচালক(ভারপ্রাপ্ত),স্থানীয় সরকার, কুড়িগ্রাম।
এছাড়া উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব,বদরুজ্জামান রিশাদ,সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম সহ
উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সকল উপজেলা পরিষদের, উপজেলা নির্বাহী অফিসারগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
সহকারী কমিশনার, জনাব, বদরুজ্জমান রিশাদ, কুড়িগ্রাম ।
এছাড়াও উপস্থিত ছিলেন-ইএসডিও-এভিসিবি তৃতীয় পর্যায় প্রকল্প কুড়িগ্রাম জেলার সকল উপজেলা সমন্বয় কারী, প্রোগ্রাম এন্ড ফিন্যাস্ এসিস্ট্যান্ট এবং অন্যান্য কর্মকর্তা ও কুড়িগ্রাম জেলার সকল ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ।
সভায় গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যত কার্যক্রমের জন্য করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়। উল্লেখ্য বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ( ৩য় পর্যায়) প্রকল্পটি বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।