ঢাকাবুধবার , ২২ মে ২০২৪
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ভোটযুদ্ধে ভাতিজার কাছে চাচার পরাজয়

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ২২, ২০২৪ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

কাওছার মাহমুদ, লালমনিরহাট।।লালমনিরহাট কালিগঞ্জ উপজেলা নির্বাচনে আপন চাচা ভাতিজার ভোটযুদ্ধে ভাতিজার কাছে চাচা ৫১৪৭ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে।

আনারস প্রতীকে ২৪৩০৩ ভোট ভাতিজা সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর পুত্র রাকিবুজ্জামন আহমেদ বেসরকারি ভাবে জয়ী লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন আপন চাচা ঘোড়া প্রতীক নিয়ে ১৯৩৫০ভোট পেয়েছেন। এছাড়াও তারিকুল ইসলাম তুষার হেলিকপ্টার প্রতীক নিয়ে ৩৩৭ ভোট পেছেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয়ত ধাপে জেলার দুটির উপজেলার মধ্যে আদিতমারীতে মঙ্গল বার ( ২১ মে) সকাল সাড়ে ৮ থেকে বিকাল ৪ পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে উপজেলার ৭৪ টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশের নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে ১২৮০০ ভোট পেয়ে বিজয় লাভ করেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবাশি কুমার রায় ১২৭৩০ পেয়ছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিউলি রানি রায় ১৮৬৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নাজনীন নাহার ১২২৭৯ ভোট পয়েছেন।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বালি বলেন, উপজেলার ৭৪ টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন