(কাপুরুষ ও বীরপুরুষ)
মোঃ বদরুল ইসলাম
ভীরু কাপুরুষ যারা তারা মরে বারে বারে,
সাহসীর মৃত্যুর একবারই হয়
এ’ জগত সংসারে।
অন্যায় দেখেও প্রতিবাদ করেনা যারা
তাদেরই নাম লেখা আছে ভীরুদের দলে,
করতে পারেনা নিজে,অন্যকে উপদেশ দেয়
মুখ লুকিয়ে থাকে জীবন বাঁচানোর ছলে।
সুপুরুষ বীর যিনি তিনি নিয়তই সংগ্রামী,
নিজেকে সমালোচনা করেন নির্ভয়ে,
ভুল হলে শুধরে নেন পরম ধৈর্যের সাথে
নির্বিকার থাকেন জীবনের জয়পরাজয়ে।
অসত্য যা কিছু সভ্যতার ছদ্মাবরণে
চিনে নেয়া অতি সহজ তার কাছে,
সে খবর পায় না ভীরুরা কস্মিনকালেও
মৃত্যু যে সঙ্গী নিত্য ঘুরে যার পাছে পাছে।
আপনার মন্তব্য লিখুন